জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের নতুন কমিটি

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ৩, ২০২৫
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা আইনজীবী সমিতি ইউনিটের নতুন আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

২৯ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।

শাহ আশরাফুল ইসলামকে আহবায়ক ও ওবায়দুর রহমান ফাহমিকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুর রহমান হাবিব এবং যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ এজাজ উদ্দিন, মো. খালেদ আহমেদ জুবায়ের, তানভীর আখতার খান ও মো. মুজিবুর রহমান মুজিব।

এছাড়া কমিটির সদস্যরা হলেন- নুরুল হক, আশিক উদ্দিন আশুক, এটিএম ফয়েজ, নোমান মাহমুদ, শামিম সিদ্দিকী, এমরান আহমদ চৌধুরী, হাসান আহমদ পাটোয়ারী রিপন, বদরুল আহমদ চৌধুরী, আনোয়ার হোসেন, হাদিয়া চৌধুরী মুন্নী, মো. কামাল হোসেন, এখলাসুর রহমান, মহিবুর রহমান, মুমিনুল ইসলাম মুমিন, সাঈদ আহমদ, জুবের আহমদ খান, মসরুর চৌধুরী শওকত, আবুল ফজল, আরিফা সুলতানা পপি, আল আসলাম মুমিন, জাফর ইকবাল তারেক, আব্দুল মুকিত অপি, ইকবাল আহমদ, লিয়াকত আলী, মোশতাক আহমদ, সাজিদুল ইসলাম সজীব, শাহজাহান সিদ্দিকী, নজরুল ইসলাম, আলী হায়দার ফারুক, নুর আহমদ, মোবারক হোসেন রনি, আব্দুল হাই রাজন, মঞ্জুর ইলাহী সামী ও আব্দুল রাজ্জাক রাজ।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031