শাল্লায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ৩, ২০২৫
শাল্লায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলেন, উপজেলার সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া (৬) এবং মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানভীর হোসেন (৫)। আকিব তার মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে এসে তানভীরের সঙ্গে খেলছিল। খেলাধুলার একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। তারপর কিভেবে তারা পুকুরে নেমেছে তা কেউ দেখেনি।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তানভীরের বাবা কবির হোসেন বলেন, ‘খেলার সময়ই হয়তো পানিতে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। আকিব আমার ভাগ্নে। তাদের মৃত্যুতে আমি বাকরুদ্ধ ও মানসিকভাবে ভেঙে পড়েছি।’

শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব বিশ্বাস জানান, ‘শিশু দু’জনকে হাসপাতালে আনার আগেই তারা মারা গিয়েছিল।’

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।’

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930