হবিগঞ্জ প্রতিনিধি:
দোকানটি ভাঙারি দোকান হিসাবে পরিচিত। কিন্তু তার আড়ালে ছিল গাঁজার আড়ৎ। সেই আড়তে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন, মোস্তফা বোরহান ও বাহার। তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় তারা পরিচিত গাঁজা সিণ্ডিকেটের কুখ্যাত তিন সদস্য হিসাবে।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মাধবপুর থানাপুলিশ। এসয় তাদের হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানা পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর পল্লী বিদ্যুৎ অফিসের নিকট ভাঙ্গারি দোকানে অভিযান চালিয়ে পঞ্চাশ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার রসুলপুর গ্রামের আ. রসিদ এর পুত্র মোস্তফা মিয়া (৩০), এবং মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের মৃত গিয়াসউদ্দিন এর পুত্র বোরহান উদ্দিন (২০) ও বাহার উদ্দিন (২৫)।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা সত্যতা নিশ্চিত করে জানান ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে। আর্মি ক্যাম্পের কমান্ডার সত্যতা নিশ্চিত করেছেন।