হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবারে ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বরুড়া গ্রামে। দুই শিশু হলো, সোলেমান মিয়ার কন্যা তামান্না আক্তার ও এনাম মিয়ার ছেলে একরাম মিয়া।
স্থানীয়রা জানান, সোলেমান মিয়ার বাড়ির পাশের পুকুরে সবার অগোচরে গোসল করতে নামে তামান্না আক্তার ও একরাম মিয়া।
এসময় তারা পুকুরে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন দুই পরিবারের লোকজন।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকাহত এলাকাবাসী তাদেরকে এক নজর দেখতে ভীড় জমান। মাধবপুর থানার ওসি শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।