ভাতিজির আত্মহত্যার খবরে চাচীর মৃত্যু

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ২, ২০২৫
ভাতিজির আত্মহত্যার খবরে চাচীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

বিষপানে ভাতিজির আত্মহত্যার খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আপন চাচীর মৃত্যু হয়েছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। একই পরিবারে দুই অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিভিন্ন সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে অজ্ঞাত কারণে বিষপানে আত্মহত্যা করেন সেলিম উদ্দিনের মেয়ে শিপা বেগম (২২)। এ ঘটনার আকস্মিকতায় হতবিহবল চাচী ফুলেছা বেগম-এর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। এ সময় দ্রুত তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্বামীর নাম ছমির উদ্দিন। কি কারণে শিপা বেগম বিষপান করেছে তা জানা যায়নি।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: দেবদুলাল ধর বলেন, বিষপানে ওই যুবতীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান জানান, ময়না তদন্তের জন্য শিপার লাশ থানায় রাখা হয়েছে। বুধবার তার লাশ মর্গে প্রেরণ করা হবে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031