শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কারাগারে

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ১, ২০২৫
শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কারাগারে

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ঘনিষ্ট হিসেবে পরিচিত সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুর হোসেনকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

মঙ্গলবার (১ জুলাই) সকালে সুনামগঞ্জ জেলা দ্রুত বিচার আদালতে হাজির হলে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে সুনামগঞ্জ দ্রত বিচার আদালতের বিচারক মুহাং হেলাল উদ্দিন জামিন না মঞ্জুর করে নুর হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, গেল বছরের ৪ই আগষ্ট সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান, গ্রেপ্তারকৃত নুর হোসেনসহ ৯৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন আন্দোলনে আহত দোয়ারাবাজার উপজেলার আহত জহুরের ভাই হাফিজ আহমেদ। এ মামলায় ৫০ নম্বর আসামি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেন।মামলা দায়েরের পর আত্মগোপনে চলে যান শান্তিগঞ্জের ‘বিতর্তিক’ এই আওয়ামী লীগ নেতা।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031