৫ কোটি টাকার চোরাই পণ্য আটক

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ৩০, ২০২৫
৫ কোটি টাকার  চোরাই পণ্য আটক

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ সীমান্ত পথে অবৈধভাবে পাচার হয়ে আসা উন্নতমানের লেহেঙ্গা, শাড়িসহ সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাতে সদর উপজেলার রঙ্গারচর সীমান্তের একটি পরিত্যক্ত গোদামে টাস্কফোর্সের অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। দুপুরে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান ২৮ বিজিবি অধিনায়ক লে কর্নেল জাকারিয়া কাদির।

এসময় তিনি জানান, সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে বিজিবি আগের চেয়ে অনেক বেশি তৎপর। এর ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে পরিত্যক্ত গোদাম থেকে ভারতীয় উন্নতমানের শাড়ির চালান জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৫ কোটি টাকা।

গত এক মাসে বিজিবি সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031