ক্রাশার মেশিন ধ্বংস, পাথর জব্দ

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ৩০, ২০২৫
ক্রাশার মেশিন ধ্বংস, পাথর জব্দ

Oplus_131072

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর ভাঙ্গার ক্রাশার মিলে অভিযান পরিচালনা করেছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

অভিযানে ১৭টি ক্রাশার মেশিন ধ্বংস ১০টি বিদ্যুতের মিটার বিচ্ছিন্ন ৩টি মিলের অফিস ঘর ভাঙ্গা ও ১ লক্ষ ৪০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবু ররহমানের নেতৃত্বে উপজেলার কলাবাড়ি ও ধলাই সেতু এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিএমডিরপ্রসিকিউশন অফিসার, উপজেলা ও ভূমি অফিসের কর্মচারী, পুলিশ, বিজিবি, র্যা ব ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সুত্রে জানা যায় দীর্ঘদিন থেকে কোম্পানীগঞ্জে পাথর লুটপাট চলছে। অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানে থামানো যাচ্ছিল না পাথর লুটপাট। উপজেলা ও জেলা প্রশাসনের মাধ্যমে অবৈধ পাথর উত্তোলন বন্ধে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ অভিযান চালায়। অভিযানে ১৭টি পাথর ভাঙার মিল পেলুডার দিয়ে ভাংচুর করা হয়।

এছাড়াও ১০টি মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অবৈধভাবে নদী থেকে উত্তোলন করা ১ লাখ ৪০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান জানান, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ পাথর উত্তোলন বন্ধ ও পরিবেশের ক্ষতি করে পাথর ভাঙ্গার বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি।

এছাড়া পাথর জব্দ করা হয়েছে সেগুলো নিলামে বিক্রি করে বিএমডির মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে। অভিযানের পাশাপাশি আমরা অবৈধ পাথর উত্তোলন বন্ধে সচেতনতামূলকএনাউন্স করে আসছি।

তিনি আরো বলেন অভিযান পর্যায়ক্রমে নিয়মিত চলবে।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930