কুলাউড়া পৌরসভার ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ৩০, ২০২৫
কুলাউড়া পৌরসভার ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭০ কোটি ৭ লাখ ১৯ হাজার ১২৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ জুন) বিকেলে পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

ঘোষিত বাজেটে আয় ধরা হয়েছে ৭১ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৯২৫ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৭ লাখ ১৯ হাজার ১২৪ টাকা। এতে ২৪ লাখ ৬২ হাজার ৮০১ টাকার উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে উন্নয়ন খাতে।

পৌর প্রশাসক মো. মহিউদ্দিন বলেন, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন ও পরিচ্ছন্ন শহর গঠনের লক্ষ্যে আমরা কাজ করছি। এজন্য পৌরবাসীর সার্বিক সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে পৌরসভার রাজস্ব আয়- বিশেষ করে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স থেকে আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনা হয়েছে। চলমান উন্নয়ন প্রকল্পগুলো জনদুর্ভোগ তৈরি করলেও সময়মতো কাজ শেষ করতে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখার হোসেন ভূঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, পৌর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, হিসাবরক্ষক তাজুল ইসলাম, জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেনগুপ্ত, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, ব্যবসায়ী সমিতির সম্পাদক আতিকুর রহমান আখইসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, মিডিয়া কর্মী ও সাবেক কাউন্সিলররা।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031