৩১ দফা বাস্তবায়নে জৈন্তাপুরে হাকিম চৌধুরীর লিফলেট বিতরণ

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ৩০, ২০২৫
৩১ দফা বাস্তবায়নে জৈন্তাপুরে হাকিম চৌধুরীর লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কার ও জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব। স্বৈরাচারী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. ইউনূস যে দায়িত্ব নিয়েছেন, তা হলো রাষ্ট্রীয় ন্যূনতম সংস্কার এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশে পরিকল্পিতভাবে নানা সংকট সৃষ্টির পায়তারা চলছে।
তিনি সোমবার (৩০ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষ্যে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের উদ্যোগে স্থানীয় দরবস্ত বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এসময় দরবস্ত বাজারের ব্যাবসায়ী, পথচারী ও সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

উপস্থিত অতিথিবৃন্দ এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে জনগণকে অবগত করেন এবং আগামী নির্বাচনে বিএনপির পাশে থাকার আহ্বান জানান।

এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্যাহ ভান্ডারী, সাধারণ সম্পাদক মুসলিম আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব মেম্বার, বিএনপি নেতা মুদাছির মেম্বার, সিলেট সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সুজন, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মুমিনুর রহমান মুমিন, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক শাওন আহমেদ, দরবস্ত ইউনিয়ন যুবদলের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক নুরুল হক, কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া, শ্রমিক দলের সভাপতি আব্দুল্লাহ, বিএনপি নেতা কলিম উল্লাহ, জাসাস সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, যুবদল নেতা এম ইউ জাহাঙ্গীর, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জৈন্তাপুর উপজেলা সভাপতি আলমাস উদ্দিন, জেলা ছাত্রদল নেতা রুহুল ইসলাম রাজ, সাহেদ আহমদ, জৈন্তা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক রাহিম আহমেদ, শাহজালাল কলেজ ছাত্রদলের সভাপতি সফিউল ইসলাম, সাধারণ সম্পাদক শাহেল আহমদ, জৈন্তা কলেজ ছাত্রদলের সহ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, মারুফ আহমেদ ও তৈয়ব আলী কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031