সিলেট সিটি কর্পোরেশনের ৮ স্থাপনা ইজারা

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ৩০, ২০২৫
সিলেট সিটি কর্পোরেশনের ৮ স্থাপনা ইজারা

নিজস্ব প্রতিবেদক:

সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন ৮টি স্থাপনা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ইজারা দিয়ে ১ কোটি ৮৬ লাখ ২ হাজার পাঁচশত টাকা রাজস্ব আদায় করা হয়েছে। যা চলতি অর্থ বছরের চেয়ে ৬৭ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা বেশি। সম্প্রতি দরপত্র আহŸান করে যথাযথ প্রক্রিয়ায় এসব স্থাপনা ইজারা প্রদান করা হয়।

দক্ষিণ সুরমা কদমতলী কেন্দ্রীয় বাসটার্মিনালের অভ্যন্তরে যানবাহন/কাউন্টার হতে টোল আদায়ের জন্য সর্বাধিক ১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকায় ইজারা প্রদান করা হয়েছে। এছাড়া উত্তর সুরমার কুমারগাঁরস্থিত বাসটার্মিনালের যানবাহন ও পাবলিক টয়লেট হতে টোল আদায় এবং বাসটার্মিনালের অভ্যন্তরে দোকান কোঠা হতে ভাড়া আদায় বাবত ১৬ লাখ ৮০ হাজার টাকা, কালীঘাট যাত্রী ছাউনী সংলগ্ন পাবলিক টয়লেট ১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, কদমতলী মুক্তিযোদ্ধা চত্ত¡র সংলগ্ন পাবলিক টয়লেট ৬ লাখ ২২ হাজার টাকা, চৌহাট্টা সিভিল সার্জন অফিস সংলগ্ন পাবলিক টয়লেট ১ লাখ ৭ হাজার টাকা, দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাসটার্মিনালের অভ্যন্তরে পাবলিক টয়লেট (২টি ভবনে ৭টি টয়লেট এরিয়া) ১২ লাখ ২২ হাজার টাকা, সুরমা নদীপথে বহিরাগত জাহাজ ও বলগেট/নৌকা দ্বারা পাথর, বালু ও পণ্য পরিবহনের উপর কর/টোল আদায় বাবত ৬ লাখ ৫০ হাজার টাকা এবং উপশহরস্থ রোজভিউ হোটেল সংলগ্ন হলদি ছড়া ওয়াকওয়ে ইজারা দিয়ে ৫৯ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে (চলতি অর্থবছর) দক্ষিণ সুরমা কদমতলী কেন্দ্রীয় বাসটার্মিনালের অভ্যন্তরে যানবাহন/কাউন্টার হতে টোল আদায়ের জন্য ৯৭ লাখ ৫০ হাজার টাকায় ইজারা প্রদান করা হয়। উত্তর সুরমার কুমারগাঁরস্থিত বাসটার্মিনালের যানবাহন ও পাবলিক টয়লেট হতে টোল আদায় এবং বাসটার্মিনালের অভ্যন্তরে দোকান কোঠা হতে ভাড়া আদায় বাবত ৭ লাখ ১১ হাজার টাকা, কালীঘাট যাত্রী ছাউনী সংলগ্ন পাবলিক টয়লেট ৮৬ হাজার টাকা, কদমতলী মুক্তিযোদ্ধা চত্ত¡র সংলগ্ন পাবলিক টয়লেট ৩ লাখ ১৯ হাজার টাকা, চৌহাট্টা সিভিল সার্জন অফিস সংলগ্ন পাবলিক টয়লেট ৬২ হাজার ১০০ টাকা, দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাসটার্মিনালের অভ্যন্তরে পাবলিক টয়লেট (২টি ভবনে ৭টি টয়লেট এরিয়া) ৫ লাখ ২১ হাজার টাকা, সুরমা নদীপথে বহিরাগত জাহাজ ও বলগেট/নৌকা দ্বারা পাথর, বালু ও পণ্য পরিবহনের উপর কর/টোল আদায় বাবত ৩ লাখ ৮০ হাজার টাকায় ইজারা দেওয়া হয়। চলতি অর্থবছর উপশহরস্থ রোজভিউ হোটেল সংলগ্ন হলদি ছড়া ওয়াকওয়ে ইজারা দেওয়া হয়নি।

আগামী অর্থবছরের জন্য দক্ষিণ সুরমা পারাইরচক কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এবং ধোপাদিঘীর দক্ষিণপার ওসমানী শিশু উদ্যান সংলগ্ন পাবলিক টয়লেট ইজারা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031