ফ্যাসিস্ট হাসিনাদের বিচারের অপেক্ষায় সাধারণ মানুষ: লুনা

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৮, ২০২৫
ফ্যাসিস্ট হাসিনাদের বিচারের অপেক্ষায় সাধারণ মানুষ: লুনা

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আওয়ামী লীগ কখনও সাধারণ মানুষের জন্য রাজনীতি করেনি। তারা সবসময় সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার, লুটপাট ও মানুষকে জিম্মি করে ক্ষমতায় ছিল।

তিনি আরোও বলেন, দেশ স্বাধীন হওয়ার পরও ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে সাধারণ মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারেনি। বিগত ১৭ বছরেও দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, বিরোধী মতের লোকদের দমন-পীড়ন করেছে। ওরা কখনো সাধারণ মানুষের জন্য রাজনীতি করেনি। তারা সব সময় প্রভাব বিস্তার, লুটপাট ও মানুষকে জিম্মি করে ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ অত্যাচারিত ও খুনির দল। এজন্যই জুলাই আন্দোলনে মানুষ ঝাঁপিয়ে পড়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। এখন শুধু ফ্যাসিস্ট হাসিনাদের বিচারের অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ।

তিনি বলেন, বিএনপি ক্ষমতার লোভে রাজনীতি করেনা, দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সাধারণ জনগণকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান তিনি।

শুক্রবার (২৭ জুন) বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশ্বনাথ উপজেলার ৩টি ইউনিয়নের (১নং লামাকাজী, ২নং খাজাঞ্চি ও ৪নং রামপাশা) মুরব্বীয়ান, যুবসমাজ, সুশীল সমাজ ও সাধারণ জনগণের সাথে পৃথক পৃথকভাবে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা বিএনপি দায়িত্বশীল ইউনিয়ন সমন্বয়কদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী একান্ত সচিব ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপি সাবেক আহবায়ক গৌছ খান, যুক্তরাজ্য অল্ডহাম বিএনপি সভাপতি জামাল উদ্দিন, বিশ্বনাথ উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোনায়েম খান, আসাদুজ্জামান নুর আসাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুনিম মামুন, এমাদ উদ্দিন চেয়ারম্যান, বিএনপি সদস্য জসিম উদ্দিন জুনেদ, আব্দুল বাসিত বকুল খছরুজ্জামান খছরু, লামাকাজি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সফিক মিয়া, খাজান্সী ইউনিয়ন বিএনপি সভাপতি মাও আবুল বশর মোঃ ফারুক, রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান, সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান, এলাহাবাদ মাদ্রাসার অধ্যক্ষ আবু তৈয়ব, লামাকাজি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুল হক, সিনিয়র সহ সভাপতি বশির আহমদ, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিদ আহমদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান আসকির, বিশ্বনাথ পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক সামসুল ইসলাম, মুসলিম আলী, আব্দুল লতিব আব্দুল হান্নান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জামান, উপজেলা ছাএদলের আহবায়ক হোসেন আহমদ পভেল, সদস্য সচিব ফাহিম আহমদ প্রমুখ।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930