মাওলানা শায়খ আকবর আলী রাহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৮, ২০২৫
মাওলানা শায়খ আকবর আলী রাহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি শায়খুল হাদীস আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী বলেছেন বড় হুজুর ছিলেন সুনামগঞ্জের মুকুটহীন সম্রাট। সুনামগঞ্জ সহ পুরো বাংলাদেশে উলামায়ে দেওবন্দের ভূমিকা অবিস্বরনীয়। বিশেষ করে বৃটিশ বিরোধী আন্দোলনের বীর সিপাহসালার হোসাইন আহমদ মাদানী রহ.এর মাধ্যমে এদেশের মানুষ সঠিক ঈমান ও ইসলাম পেয়েছে। সেই বীর সিপাহসালারদের অন্যতম একজন ছিলেন শায়খ আকবর আলী রহ.। তাঁর রেখে যাওয়া স্মৃতি সংরক্ষণ করার আহবান জানিয়ে তিনি বলেন উলামায়ে কেরামকে জনগণের খেদমতে সুচিন্তিতভাবে এগিয়ে আসতে হবে। শনিবার (২৮ জুন) উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে দুপুর ১২ টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্দ্যোগে আয়োজিত আল্লামা শায়খ আকবর আলী রহ.এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মাওলানা শায়খ আকবর আলী রাহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দু’আ মাহফিলে উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াছ আহমদ এর সভাপতিত্বে,
মাওলানা মাহবুব সালমান, হাফিজ আবু সাইদ ও মাওলানা জাকারিয়া মাহবুব এর যৌথ পরিচালনায় আলোচনা পেশ করেন
কেন্দ্রীয় জমিয়তের সহ সভাপতি শায়খুল হাদীস আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, কেন্দ্রীয় জমিয়তের সহ সভাপতি মাওলানা শায়খ আব্দুল বছীর, সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ, রেঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শায়খ ইকবাল বিন হাশিম, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, তেঘরিয়া মাদ্রাসার নায়বে মুহতামিম মাওলানা হাফিজ আব্দুল গাফ্ফার, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলনা আব্দুল হাই ।

আরও বক্তব্য রাখেন জেলা জমিয়তের উপদেষ্ট মাওলানা শায়খ আব্দুস সুবহান, মাওলানা শায়খ ইসহাক আলী জয়কলস,ছাতক উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ শামসুল ইসলাম,গনেশপুর মাদ্রাসার মুহতামিম মাওলনা শায়খ আব্দুল হান্নান, মাওলানা বশির আহমদ গনিগঞ্জী, মাওলানা শায়খ ইমদাদুল্লাহ, সাহেবযাদায়ে শায়খে কাতিয়া রাহ., জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, মাওলানা মুহসিন আহমদ, উপজেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মুফতি মুনাজির আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল হক, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, কাতার জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ, যুব জমিয়ত উপজেলা শাখার সভাপতি গাজি আবুল কালাম।
এ সময় আরো উস্থিত ছিলেন ক্বারী সিরাজুল ইসলাম, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলনা শুয়েব আহমদ,জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান,হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলনা রফিকুল ইসলাম, হাফিজ আবু হানিফা নোমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম তুরান, সদস্য মোহাম্মদ সুলাইমান আহমদ কামরান, তোফায়েল আহমদ সহ প্রমূখ। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন জাউয়া টাইটেল মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুস সুবহান।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031