দিরাইয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৮, ২০২৫
দিরাইয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ:

বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মুসলিম ভূখন্ডে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বাদ জুম’আ উপজেলার দিরাই বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে দিরাই উপজেলা শাখার সহ সভাপতি এ.বি.এম নোমানের সভাপতিত্বে ও পৌর শাখার সাধারণ সম্পাদক হাফিজ ইয়াহইয়া বিন হাবীব এর পরিচালনায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য মাওালানা নুর উদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা ওয়ারিছ উদ্দীন, মাওলানা আব্দুল খালিক।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা শাখার সভাপতি মাওলানা ফজলুর রহমান, দিরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল হক, সহ সাধারণ সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম, মাওলানা মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করীম, যুব মজলিস দিরাই উপজেলা শাখার আহবায়ক মাওলানা আব্দুস সালাম, সদস্য মাওলানা আবু বকর, হাফিজ মুফাসসির আহমদ, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি আরশাদ মুহাম্মদ, দিরাই উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মারুফ হাসান, মাদরাসা বিষয়ক সম্পাদক আবিদুর রহমান, অফিস সম্পাদক রেজুয়ান আহমদ, প্রকাশনা সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, সাদিক আহমদ প্রমুখ।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930