জৈন্তাপুরে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রা উৎসব পালিত

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৭, ২০২৫
জৈন্তাপুরে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রা উৎসব পালিত

জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় এই বছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দুটি পৃথক রথযাত্রা।

ইসকন অনুমোদিত সংগঠন এবং স্থানীয় মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে শুক্রবার (২৭ জুন) বিকেলে এই রথযাত্রাগুলো উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সম্পন্ন হয়।

প্রথম রথযাত্রার আয়োজন করে জৈন্তাপুর শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ। বিকেল ৪টা ১০ মিনিটে শুরু হয়ে ৪টা ৫৫ মিনিট পর্যন্ত চলে এ রথযাত্রা।

সংগঠনের সভাপতি নিপেশ কুমার দে এর নেতৃত্বে রথটি যাত্রা করে লামাপাড়ার শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে। এরপর এটি জৈন্তাপুর সদরের প্রধান সড়ক, বাসস্ট্যান্ড, থানা মোড়, ফেরিঘাট ও তৈয়ব আলী কারিগরি কলেজ এলাকা ঘুরে আবার একই মন্দির প্রাঙ্গণে ফিরে আসে। রথযাত্রায় অংশ নেন অসংখ্য ভক্তবৃন্দ।

পরে বিকেল ৫টা ৫ মিনিটে শুরু হয় দ্বিতীয় রথযাত্রা, যার আয়োজন করে শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া মন্দির। এই রথযাত্রাটি চলে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত। মন্দিরের সভাপতি মৃত্যুঞ্জয় কুমার সেন এর নেতৃত্বে রথটি মন্দির প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে মোরগাপুল-ফেরিঘাট হয়ে আবার মন্দিরে গিয়ে শেষ হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্তবৃন্দ।

পুরো আয়োজন ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, দুইটি রথযাত্রাই অত্যন্ত শান্তিপূর্ণভাবে, ধর্মীয় ভাবগম্ভীর্য ও উৎসবের পরিবেশে সম্পন্ন হয়েছে।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930