নদী ভাঙন রোধের দাবিতে সুনামগঞ্জের ভাদেরটেক গ্রামবাসী মানববন্ধন

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৭, ২০২৫
নদী ভাঙন রোধের দাবিতে সুনামগঞ্জের ভাদেরটেক গ্রামবাসী মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের সীমান্তবর্তী ডলুরা চলতি নদী ও গজারিয়া খালে নদী ভাঙন রোধের ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে সদর উপজেলার দক্ষিণ ভাদেরটেক গ্রামের মসজিদের সামনে নদী তীরে মানববন্ধন করেন ভাদেরটেক, সোনাপু, বালুচর সহ আশপাশের ৫-৭টি গ্রামের ভাঙনের শিকার পরিবার ও ক্ষতিগ্রস্ত গ্রামবাসী।

এসময় তারা জানান, দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে পাহাড়ি ঢলের স্রোতে ভাংছে চলতি নদী ও গজারিয়া খাল। এতে গৃহহীন হয়েছেন শতাধিক পরিবার। নদী গর্ভে বিলীন হয়েগেছে ফসলী জমি, খেলার মাঠ, কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা। এখনো ঝুঁকির মুখে মসজিদ, মাদ্রাসা সহ আশপাশের তিন চারটি গ্রামের বসত ঘর ও বিভিন্ন স্থাপনা। প্রশাসন ও পাউবো কর্মকর্তারা পরিদর্শন করে আশ্বাস দিলেও বাস্তবায়ন হচ্ছেনা। তাই দ্রুত ভাঙন রোধের ব্যবস্থা নেয়ার দাবী তাদের৷

মানববন্ধনের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মুফতি শহীদুল ইসলাম পলাশী, ভাদেরটেক দক্ষিণ পাড়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার মহতামিম হাফেজ মাওলানা আবু হুরায়রা খান, ইউপি সদস্য শাহ পরান, চিকিৎসক হাবিবুর রহমান, আব্দুল মোতালেব, দিলোয়ার হোসেন, আব্দুল মান্নান প্রমুখ।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930