সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের সীমান্তবর্তী ডলুরা চলতি নদী ও গজারিয়া খালে নদী ভাঙন রোধের ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সদর উপজেলার দক্ষিণ ভাদেরটেক গ্রামের মসজিদের সামনে নদী তীরে মানববন্ধন করেন ভাদেরটেক, সোনাপু, বালুচর সহ আশপাশের ৫-৭টি গ্রামের ভাঙনের শিকার পরিবার ও ক্ষতিগ্রস্ত গ্রামবাসী।
এসময় তারা জানান, দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে পাহাড়ি ঢলের স্রোতে ভাংছে চলতি নদী ও গজারিয়া খাল। এতে গৃহহীন হয়েছেন শতাধিক পরিবার। নদী গর্ভে বিলীন হয়েগেছে ফসলী জমি, খেলার মাঠ, কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা। এখনো ঝুঁকির মুখে মসজিদ, মাদ্রাসা সহ আশপাশের তিন চারটি গ্রামের বসত ঘর ও বিভিন্ন স্থাপনা। প্রশাসন ও পাউবো কর্মকর্তারা পরিদর্শন করে আশ্বাস দিলেও বাস্তবায়ন হচ্ছেনা। তাই দ্রুত ভাঙন রোধের ব্যবস্থা নেয়ার দাবী তাদের৷
মানববন্ধনের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মুফতি শহীদুল ইসলাম পলাশী, ভাদেরটেক দক্ষিণ পাড়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার মহতামিম হাফেজ মাওলানা আবু হুরায়রা খান, ইউপি সদস্য শাহ পরান, চিকিৎসক হাবিবুর রহমান, আব্দুল মোতালেব, দিলোয়ার হোসেন, আব্দুল মান্নান প্রমুখ।