কুলাউড়ায় ইয়ুথ অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৭, ২০২৫
কুলাউড়ায় ইয়ুথ অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় ইয়ুথ অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বরমচাল মিশনে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পে আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত এ সেমিনারে এলাকার যুবক-যুবতিরা অংশগ্রহণ করেন।

প্রকল্পের চেয়ারম্যান মি. মৃত্যুঞ্জয় তালুকদারের সভাপতিত্বে ও যুব ক্লাবের মেন্টর মিখায়েল নংরুমের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন- উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আপেল মাহমুদ।

তিনি বলেন, আজকের যুবকরাই আগামীর সমাজ নির্মাতা। তাদের জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও সুযোগ। আমরা চাই যুবসমাজ শুধু স্বপ্ন না দেখুক, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রস্তুত হোক।

বিশেষ অতিথি ছিলেন- প্রকল্পের ব্যবস্থাপক মি. পিউস প. স্না, হিসাবরক্ষক এডেন্টিনা লামিন, সমাজকর্মী ঊর্মিমালা রিছিল, শিক্ষক সৌরভ তপ্ন, হান্না মুন্ডা, রাহেল মুন্ডা, মুক্তি চিসিম এবং সিএসপি ইমপ্লিমেন্টর আলমিনা খংটাংকুট ও ইউরেকা লাংছিয়াং প্রমুখ।

সেমিনার শেষে অংশগ্রহণকারীদের ঐকমত্যে একটি ইয়ুথ অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম গঠন করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারী প্রত্যেককে শিক্ষা সামগ্রী হিসেবে দুটি খাতা ও দুটি কলম উপহার দেওয়া হয়।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930