সুনামগঞ্জে বাল্যবিবাহ নিরোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৭, ২০২৫
সুনামগঞ্জে বাল্যবিবাহ নিরোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ

গণপ্রজাতিন্ত্রী বাংলাদেশ সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন, নিবন্ধন অধিদপ্তরের অধীন সুনামগঞ্জ জেলা রেজিস্ট্রার কার্যালয় এর আয়োজনে নিকাহ রেজিস্ট্রারগণের বাল্যবিবাহ নিরোধকল্পে উদ্বুদ্ধকরণ অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা রেজিস্ট্রার কার্যালয় এর হল রুমে প্রশিক্ষণ কর্মশালায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির প্রচার সম্পাদক মাওলানা কাজী হাবীবুর রহমান চৌধুরী। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা রেজিস্ট্রার মোস্তাফিজ আহমেদ।

প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা ও বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর সাবরেজিস্ট্রার মঞ্জুরুল আলম।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সাবেক সভাপতি ড. অধ্যক্ষ কাজী মাওলানা মইনুল ইসলাম পারভেজ, জেলা সহ সভাপতি কাজী মাওলানা সালেহ আহমদ, বিভাগীয় সহ সধারণ সম্পাদক ও জেলা সভাপতি কাজী মাওলানা আব্দুস সামাদ, বুরাইয়া কামিল (এম এ) মাদ্রাসার উপাধক্ষ্য কাজী মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, বিভাগীয় সহ প্রচার সম্পাদক ও জেলা সাংঠনিক সম্পাদক কাজী আবু নুর মো. নুরুল আজিজ চৌধুরী সহ প্রমূখ।

প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার নিকাহ ও তালাক রেজিস্ট্রারগণ অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় জেলা রেজিস্ট্রার মোস্তাফিজুর রহমান বলেন আপনারা সচেতন মানুষ, সচেতনতা বৃদ্ধি করতে হবে, মানুষকে বাল্য বিবাহের কুফল সুফল বুঝিয়ে বলতে হবে। তিনি আরও বলেন মানুষকে বুঝিয়ে বল্লে কি না বুঝেনা, বুঝিয়ে বল্লে সবই বুঝে। সুতরাং বাল্য বিবাহকে না বলুন, সবাই মিলে সচেতনতা বৃদ্ধি করুন।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031