সিলেটে আ.লীগের মিছিল, ছাত্রলীগের ৫২ জনের বি রু দ্ধে মামলা

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৭, ২০২৫
সিলেটে আ.লীগের মিছিল, ছাত্রলীগের ৫২ জনের বি রু দ্ধে মামলা

অনলাইন ডেস্ক:

সিলেটে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার মোগলাবাজার থানার এসআই দয়াময় দাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৭ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৪৫ জনকে আসামী করা হয়েছে।

মামলার এজহারনামীয় আসামীরা হলেন- সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দিলোয়ার হোসেন রাহী, যুগ্ম সাধারণ সম্পাদক টেলেন্ট কান্তি দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির শুভ, শাহপরাণ থানাধীন কল্লগ্রামের আজির উদ্দিনের ছেলে তুহিন আহমদ, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব দিলাল আহমদ, খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুল হক, দলইপাড়ার আবদুল মজিদের ছেলে জাবেদ আহমদ।
সিলেট ফুড ট্যুর

মামলার অজ্ঞাত আসামীদের আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত অঙ্গসংগঠন ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে সিলেট মহানগরীর মোগলাবাজার থানাধীন কুচাই এলাকায় আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করেন নেতাকর্মীরা। এ ঘটনায় রাতেই পুলিশ বাদি হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে।

মোগলাবাজার থানার ওসি কাজী তোবারক হোসেন জানান, আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031