চীনের সঙ্গে চুক্তি সই করেছেন ট্রাম্প, ভারতের সঙ্গেও ‘বড় চুক্তির’ ঘোষণা

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৭, ২০২৫
চীনের সঙ্গে চুক্তি সই করেছেন ট্রাম্প, ভারতের সঙ্গেও ‘বড় চুক্তির’ ঘোষণা

অনলাইন ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই করেছে। সেই সঙ্গে তিনি ভারতের সঙ্গেও একই ধরণের একটি চুক্তি করবেন বলে ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) হোয়াইট হাউসে ওয়ান বিগ বিউটিফুল বিল অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আচ্ছা, আমরা গতকালই চীনের সঙ্গে চুক্তি সই করেছি, তাই না? চীনের সঙ্গে চুক্তি সই করেছি…।’

চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ না করলেও তিনি বলেন, ‘চীন চুক্তিতে, আমরা চীনকে উন্মুক্ত করতে শুরু করছি। এমন কিছু, যা আসলে কখনো ঘটতে পারত না।’

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গেও একটি চুক্তি সই করতে পারে। ‘আমরা কিছু দুর্দান্ত চুক্তি করছি। আমাদের একটি আসছে, সম্ভবত ভারতের সাথে, খুব বড় একটি, যেখানে আমরা ভারতকে উন্মুক্ত করতে যাচ্ছি।’

আনাদোলু এজেন্সি জানিয়েছে, শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করার জন্য মার্কিন ও চীনা কর্মকর্তারা চলতি মাসের শুরুতে লন্ডনে বৈঠক করেছিলেন।

গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করা পণ্যের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপ শুরু করে। কিন্তু মে মাসে যুক্তরাষ্ট্র এবং চীন প্রাথমিক ৯০ দিনের জন্য শাস্তিমূলক শুল্ক প্রত্যাহারে সম্মত হয়।

ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র শুল্ক থেকে ৮৮ বিলিয়ন ডলার আদায় করেছে। তিনি বলেন, ‘এটা কি সুন্দর জিনিস নয়? ৮৮ বিলিয়ন ডলার।’

রিপাবলিকান কর ও ব্যয় হ্রাস আইন প্রণয়নের প্রচারণা চালাতে গিয়ে ট্রাম্প বলেন, ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিলগুলোর মধ্যে একটি’।

তিনি আরও বলেন, ‘একটি বিগ বিউটিফুল বিল’ আমাদের সীমান্ত সুরক্ষিত করবে, আমাদের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং আমেরিকান স্বপ্ন ফিরিয়ে আনবে।

গত মাসে হাউসে ব্যাপক ভোটে আইনটি পাস হওয়ার পর সিনেটের রিপাবলিকানরা এখন এটিকে নিম্নকক্ষে অনুমোদনের জন্য ফেরত পাঠানোর আগে পরিবর্তনসহ পাস করার জন্য দৌড়ঝাঁপ চলছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বৃহস্পতিবার বলেন, ৪ জুলাইয়ের সময়সীমার মধ্যে বিলটি সই হবে, তা নিশ্চিত করার জন্য কাজ করছেন ট্রাম্প। ‘আমরা আশা করছি ৪ জুলাইয়ের মধ্যে বিলটি সইয়ের জন্য প্রেসিডেন্টের ডেস্কে থাকবে।’

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930