ফিজাকে ১ লাখ টাকা ও স্বাদকে ১৭ হাজার টাকা জরিমানা

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৫, ২০২৫
ফিজাকে ১ লাখ টাকা ও স্বাদকে ১৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব্ প্রতিবেদক:

সিলেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সিলেট বিভাগীয় কার্যালয়ের অভিযানে অপরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে ফিজা ও স্বাদকে ১ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে গোটাটিকর বিসিক শিল্পনগরীতে পৃথক এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা ।

জানা যায়, ফিজা অ্যান্ড কোম্পানির ফ্যাক্টরির ভেতরে অপরিচ্ছন্ন অবস্থায় দই তৈরি ও পরিবেশনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো.আরিফ মুর্শেদ মিশু । এছাড়া স্বাদ অ্যান্ড কোম্পানির ফ্যাক্টরির ভেতরে অপরিচ্ছন্ন অবস্থায় কেক তৈরি করায় স্বাদকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031