বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা সোমবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা মাদক-জুয়া (বিভিন্ন বাজারে দোকানে বসে মোবাইল নিয়ে তীর খেলা) বন্ধ করার এবং বাজার মনিটরিং অব্যাহত রাখার জোর দাবী জানান।
এসময় বক্তারা বলেন বিশ্বনাথে অপরিকল্পিতভাবে বিভিন্ন স্ট্যান্ড স্থাপন করে যানজট সৃষ্টি, ট্রাক্টরে পন্য পরিবহন করে সড়কের ক্ষতি করা হচ্ছে।
আইন শৃংখলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন- উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না।