শান্তিগঞ্জে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৫, ২০২৫
শান্তিগঞ্জে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি

কমিটি গঠনের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৪ জুন) বিকেলে দরগাপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আক্তাপাড়া মিনাবাজারে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে আনছার উদ্দিন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার জালিম সরকার দেশ থেকে বিতারিত হলেও এখনো ভারতে বসে বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র রুখে দিতে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

বিএনপির রাজনীতি করে বিগত ১৭ বছর যারা হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েছেন আগামীতে যে কমিটি আসবে সেই কমিটিতে সেই ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে। তাই ওয়ার্ড থেকে থেকে শুরু করে সকল কমিটি নির্বাচন করবেন এই ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা। কমিটিতে কোন স্বৈরাচারের দোসরের স্থান নেই। ত্যাগী ও তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির প্রাণ৷

কর্মীসভায় আরও বক্তব্য জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এটিএম হেলাল, দরগাপাশা ইউনিয়ন বিএনপি নেতা ফরিদ মিয়া, আব্দুল মমিন, মনির, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছাদিকুর রহমান ছালিক, সাধারণ সম্পাদক আখলুছ মিয়া, যুবদল নেতা মোহাম্মদ আলী চৌধুরী, শ্যামল চৌধুরী, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাছুম, সদস্য সচিব শাহাদাৎ হোসেন কামরান, যুগ্ম আহ্বায়ক লিটন মিয়া, ছাত্রদল নেতা মানসুর আহমদ, ইউনিয়ন ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান পাপ্পু, তারেক রহমান, ইমন আহমদ, রুহুল আমিন প্রমুখ।

কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, উপজলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, আবদাল মিয়া, সদস্য লুৎফর রহমান জায়গীরদার খোকন, মোশাহিদ আলী, সামছুদ্দিন, গোলাম রব্বানী, নুরুল ইসলাম, জিয়াউল হক।

আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপি নেতা এয়াওর মিয়া, হাছন আলী, আলীনূর, ছালেহ আহমদ মেম্বার, হোসেন আহমদ, ইমরুল কায়েস, চুনু মিয়া, আবু হানিফ, শাহিন মিয়া, মমিন চৌধুরী, রহমান চৌধুরী, দিলোয়ার চৌধুরী, মুকিত মিয়া, মজনু মিয়া, সিতু মিয়া, এখলাচুর রহমান, আব্দুল হান্নান মোতাওয়াল্লী, শফিক উদ্দিন, আলাউদ্দিন, ফয়জুল করিম, সমুজ আলী, মাহমুদ আলী, ডা. জিল্লুর রহমান, নাজমুল হোসেন, শিহাব উদ্দিন সুজন, আব্দুল হেকিম মেম্বার, ইসলাম উদ্দিন, এনায়েত হোসেন, মুকুল আহমদ, প্রজন্মদলের সভাপতি জাহিদুল ইসলাম, শ্রমিকদল নেতা ইউনুস মিয়া ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শোয়েব আহমদসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ৷

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031