নিজস্ব প্রতিবেদক:
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, ধর্ম-বর্ণ, জাতি-গোত্র নির্বিশেষে সকলের অংশগ্রহণে সম্মিলিত প্রয়াসে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সম্ভব। ইতিহাস আমাদের শেখায়, অপশক্তি চিরকালই পরাজিত হয়েছে। যারাই মানুষের উপর জুলুম-অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে, তারাই কালের গর্ভে বিলীন হয়ে গেছে। রাষ্ট্র যদি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, যদি মানুষের নাগরিক অধিকার, মতপ্রকাশের অধিকার হরণ করা হয়, তাহলে মানুষ স্বাভাবিকভাবেই সংক্ষুদ্ধ হয়। যদি কোনো মানুষের পেটে নিদারুণ ক্ষুধা থাকে, পকেটে টাকা থাকে না তখন সে আপনার টেবিলে থাকা খাবার ছিনিয়ে নিতে একবারও ভাববে না। কারণ তার সে মুহূর্তে ক্ষুধা নিবারণ করা জরুরি। পরিস্থিতি যখন এমন পর্যায়ে যায়, তখন সেই ব্যর্থতা রাষ্ট্রের। এক্ষেত্রে রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টায় নগর ভবনের ৩য় তলায় কনফারেন্স হলে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে অনুদান প্রদান ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রথযাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। সিলেট সম্প্রীতির শহর। তবু কিছু মানুষ আছে সুযোগসন্ধানী, এরা অন্ধকারকে ভালোবাসে। এদের সকল অপকর্ম সংগঠিত হয় রাতের বেলা। এরা রথযাত্রায় যুক্ত হয়ে নানা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে আপনাদেরও সাবধানতা অবলম্বন এবং সম্ভব হলে সন্ধ্যের মধ্যে রথযাত্রা সমাপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সিলেট সিটি কর্পোরেশন অতীতের ন্যায় এবারও আপনাদের পাশে রয়েছে। এবারেও সিসিকের তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সিলেট মেট্রোপলিটন পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসনকেও দিকনির্দশনা প্রদান করা হবে। রথযাত্রা ও পুনঃরথযাত্রা সফলভাবে সম্পন্ন হোক, এই কামনা করছি।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিসিকের প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত সিংহ, সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহসহ রথযাত্রা উদযাপনকারী মন্দিরের পরিচালক ও সেবায়েতগণ।
এ সময় রথযাত্রা উদযাপনকারী ২৫টি মন্দিরের পরিচালকদের হাতে ২৫ হাজার টাকা করে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, আগামী ২৭ জুন রথযাত্রা ও ৫ জুলাই পুনঃরথযাত্রা অনুষ্ঠিত হবে।