কুলাউড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৫, ২০২৫
কুলাউড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনাসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

সভায় ইউএনও দূষণমুক্ত পরিবেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বিশেষভাবে প্লাস্টিক দূষণের ওপর গুরুত্বারোপ করে প্লাস্টিক বর্জন এবং যথাযথভাবে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সচেতনতা তৈরির তাগিদ দেন।

তিনি বলেন, ব্যবসায়ীরা যেনো তাদের দোকানের ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে বরং পৌরসভার নির্ধারিত ডাস্টবিনে ফেলেন- এটি নিশ্চিত করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন-উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া, বন বিভাগের গাজীপুর রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, হেলাল আহমদ ও নুর আহমদ চৌধুরী বুলবুল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, সাংবাদিক আজিজুল ইসলাম ও মইনুল হক পবন প্রমুখ। সভাশেষে একটি র‍্যালি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930