সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৫, ২০২৫
সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, পরিবেশের অবক্ষয় রোধে ও দারিদ্র্যবিমোচনে বৃক্ষরোপণ ব্যাপক সহায়ক। বৃক্ষ মানুষের পরম ও প্রকৃত বন্ধু। দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশু-কিশোরদের যদি বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তোলা যায়; তাহলে সেদিন বেশি দূরে নয়, যেদিন দেশ ভরে উঠবে সবুজে সবুজে।

তিনি বুধবার দুপুরে নগরীর ২০ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে ‘বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এডহক কমিটির সভাপতি অধ্যাপক আলহাজ্ব সৈয়দ মকসুদ আলী এতে সভাপতিত্ব করেন।

সভায় প্রতিষ্ঠানের শিক্ষক ও এডহক কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ আঙিনায় বৃক্ষরোপণ করে কর্মসূচি’র উদ্ভোধন করেন।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930