শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৬

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৫, ২০২৫
শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৬

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে৷

বুধবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস ব্রিজ সংলগ্ন সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ এতে ৩ জন গুরুতরসহ ৬ জন যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে মোটরসাইকেল আরোহীর অবস্থা আশংকাজনক।

আহতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর গ্রামের কামরুল ইসলাম(১৪), শেখ সাদ (১১), জনি (১৪), মুরছালিন আহমদ (১৫), মার্জিয়া বেগম (৩৩)। তবে তাৎক্ষণিকভাবে গুরুতর আহত মোটরসাইকেল আরোহীর নাম জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে জয়কলস ব্রীজ সংলগ্ন সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী ইটবাহী ট্রাকের(সিলেট ড-১১-২২৪২) সাথে সুনামগঞ্জগামী মোটরসাইকেল(সুনামগঞ্জ -ল ১১২১৫৫) ও অটোরিকশার সংঘর্ষ হয়৷ এতে ৩ জন গুরুতরসহ ৬ যাত্রী আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য আহতদের শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়৷ খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ করে৷

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানা পুলিশের এসআই নাজমুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে৷ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031