কিশোরী অপহরণ: বাহুবলের তুহিন ও তোফায়েল গ্রেফতার

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৫, ২০২৫
কিশোরী অপহরণ: বাহুবলের তুহিন ও তোফায়েল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

সিলেট থেক অপহৃত ১৫ বছর বয়সী এক কিশোরীেকে বড়লেখা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন শাহপরান থানার গুচ্ছগ্রাম বাহুবলের মৃত আব্দুল কাইয়ুমের দুই ছেলে তুহিন আহমদ (২৫) ও তোফায়েল আহমদ (২৬)।

সিলেট মহানগর পুলিশ জানায়, সোমবার সিলেটের সুরমা বাইপাস এলাকা থেকে তোফায়েলকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে অভিযান চালিয়ে মৌলভীবাজারের বড়লেখা থানার পানিধার এলাকা থেকে অপহৃতা কিশোরীকে উদ্ধার করে। একইসময়ে তুহিন আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।

তোফায়েল ও তুহিনকে আদালতে সপোর্দ করা হয়েছে বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম।

এরআগে গত ১৪ জুন সকাল সাড়ে ৯টায় স্কুলে যাওয়ার পথে ওই কিশোরী অপহৃত হন বলে জানায় তার পরিবার।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031