সিলেটে ২ জনের করোনা শনাক্ত

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৫, ২০২৫
সিলেটে ২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

সিলেট বিভাগে আরও দুই জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত হলো ১৭ জনের। নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তির বাড়ি মৌলভীবাজারে।

অপরদিকে, বুধবার নতুন করে সিলেটে আরও একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
এনিয়ে সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৫ জন রোগী।

বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, বুধবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৬০ জনের নমুনা পরীক্ষায় ২ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৮ জন হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ও আল হারামাইন হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন।

এছাড়া গেল ২৪ ঘন্টায় মৌলভীবাজারে একজন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন। বর্তমানে তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। মানুষকে সচেতন করা গেলে করোনা সংক্রমণ ও ডেঙ্গুর বিস্তাররোধ সম্ভব।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031