নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সেক্রেটারী গ্রেফতার

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২০, ২০২৫
নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সেক্রেটারী গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জেরে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বহু অপকর্মের হোতা গৌতম রায় (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ জুন বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় নবীগঞ্জ শহরের পশ্চিম বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, “ডেভিল হান্ট” অভিযানের অংশ হিসেবে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাছ বাজার সংলগ্ন পশ্চিম বাজার এলাকা থেকে গৌতম রায়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, “বিশেষ অভিযানের সময় গৌতম রায়কে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

উল্লেখ্য, ২০১৪ সালে দেশে রাজনৈতিক অস্থিরতার সময় জামায়াতে ইসলামীর একটি মিছিলে হামলার অভিযোগে নির্মলেন্দু দাশ রানাকে প্রধান আসামি করে গৌতম রায়সহ আওয়ামী লীগের আরও ২৬ নেতার বিরুদ্ধে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর ইউনিয়ন সভাপতি শাহ মো. আলাউদ্দিন। মামলার পর থেকে আত্মগোপনে চলে যান রানা, গৌতমসহ অন্যান্য আসামীরা।

গতমাসে প্রধান আসামী রানাকে সিলেটে জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে জামিনে মুক্তি পেয়ে রানা পালিয়ে ভারতে চলে গেলে মামলার বাদি গত ৪ জুন অন্যান্য আসামীরা যাতে দেশ ছেড়ে না যেতে পারে সে মর্মে আবেদন দেন।

২০১৪ সালে নবীগঞ্জে বিভিন্ন প্রাইমারী স্কুলে দপ্তরী নিয়োগ ও শিক্ষক বদলী করার ক্ষেত্রে তৎকালীন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীকে পুজি করে দুই ভাগিনা রানা ও পৌর আওয়ামীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম রায় প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়। সরকার দলীয় প্রভাব দেখিয়ে চাকুরী প্রার্থীদের জিম্মি করে ফেলে দুই ভাগিনা। বহু অপকর্মের হোতা গৌতম রায়কে আটকের খবরে ভুক্তভোগীদের মাঝে স্বস্তি এসেছে।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930