শান্তিগঞ্জে রবি মৌসুমে কৃষকদের মাঝে ঋণ বিতরণ

সচিত্র সিলেট
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৫
শান্তিগঞ্জে রবি মৌসুমে কৃষকদের মাঝে ঋণ বিতরণ

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় রবি মৌসুমের সূচনা উপলক্ষে কৃষকদের মাঝে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ কৃষি ব্যাংক, ডুংরিয়া শাখার উদ্যোগে এ ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ডুংরিয়া শাখার ব্যবস্থাপক সত্যজিৎ রঞ্জন আচার্য এবং পরিচালনা করেন ব্যাংক কর্মকর্তা মোঃ বুরহান উদ্দিন খন্দকার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, কৃষি উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে কৃষক। সরকার কৃষকদের উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করেছে, তারই অংশ হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদান করছে।

এ সময় ২৫ জন কৃষকের মাঝে মোট ৩৫ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. নুরে আলম ছদ্দিকী, বাংলাদেশ কৃষি ব্যাংকের ডুংরিয়া শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার সাদাত, কর্মকর্তা মিঠুন দেব, ঊর্ধ্বতন কর্মকর্তা আইনুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, এ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা রবি মৌসুমের ফসল উৎপাদনে নতুন উদ্দীপনা ও সহায়তা পাবেন।

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031