বিএনপি প্রবাসীদের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি: এমরান চৌধুরী

সচিত্র সিলেট
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫
বিএনপি প্রবাসীদের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি: এমরান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসী নেতাকর্মীদের অবদান অনন্য। দেশের বাইরে থেকেও তারা আন্দোলন, কূটনৈতিক যোগাযোগ, আর্থিক সহায়তা ও প্রচারণার মাধ্যমে এই সংগ্রামকে এগিয়ে নিচ্ছেন। বিএনপি প্রবাসীদের এই অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিই একটি গণতান্ত্রিক, সুশাসনভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে আইনের শাসন, ভোটাধিকার, মানবাধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে যুগান্তকারী পরিবর্তন আনা হবে। এ কর্মসূচি শুধু রাজনৈতিক ইশতেহার নয়, বরং জনগণের মুক্তির সনদ।”

ধানের শীষ হলো গণতন্ত্র ও মুক্তির প্রতীক। এই প্রতীককে বিজয়ী করতে হলে দেশের ভেতরে-বাইরে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, মুক্তি চায়। সেই পরিবর্তন ও মুক্তির একমাত্র হাতিয়ার হলো ধানের শীষ।

শুক্রবার সন্ধ্যায় চারখাই ইউনিয়ন কমপ্লেক্সে স্থানী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুল আলমকে দেয়া সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবুল আহমদ সভাপতিত্বে ও জাবের আহমদের সঞ্চালনয় বক্তব্য রাখেন- সাব্বির আহমদ চৌধুরী, ইকবাল আহমদ, কাওসার আহমদ আশিক, সুফিয়ান আহমদ, ফুয়াদ রাজা, সাইদুল ইসলাম, নুরুল আমিন, তারেক আহমদ, জাফর আহমদ প্রমুখ।

এদিকে, শুক্রবা বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রাম থেকে গাংপার বাজার পর্যন্ত ৩১ দফার পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- আব্দুস ছবুর, আব্দুল কুদ্দুছ, সিদ্দিক আহমদ, এনাম উদ্দিন, দওলা হোসেন শুভাস, নাজমুল হোসতাজউদ্দীন কুটি, তানভীর আহমদ, আক্তার হোসেন অনিক, সাব্বির আহমদ, সোহেল আহমদ, মুজিব, এনাম উদ্দিন দিলাল, সরোয়ার খান, আক্তার হোসেন লিমন, শিমুল প্রমুখ।

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031