দক্ষিণ সুরমায় ছিনতাইকালে গ্রেফতার ৩

সচিত্র সিলেট
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৫
দক্ষিণ সুরমায় ছিনতাইকালে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

সিলেটে দুটি চাকুসহ তিন যুবক কে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুরমা থানাপুলিশ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোর পৌণে ৪টার দিকে ছিনতাইকালে হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুর গ্রামের শামীম আহমদ ও বিলকিস বেগমের ছেলে বর্তমানে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন কুমারপাড়া চান্দেরবাড়ি বাসিন্দা মো. রাজু মিয়া (২৫) বিশ্বনাথের মোল্লারগাঁও গ্রামের আলতাফ মিয়া ও মোছা. রেজিয়া বেগমের ছেলে মো. কামরুল, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার লতারপুর গ্রামের মো. মফিজ মিয়া ও মোছা. সুমি বেগমের ছেলে, বর্তমানে কোতোয়ালী থানাধীন মাছিমপুর মনাফ মিয়ার কলোনির বাসিন্দা জিসান রাব্বি (২৩)।

পুলিশ জানায়, শনিবার দিবাগত ভোর রাত পৌণে ৪টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন খোজারখলা এলাকায় রায়হানের বাড়ির সামনে লোকজনের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন দক্ষিণ সুরমা থানাপুলিশের একটি টহল দল।

তারা পথচারীদের ধারালো চাকু দিয়ে ভয় দেখিয়ে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেন। চাকু দুটি জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রীয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031