শান্তিগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন

সচিত্র সিলেট
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৫
শান্তিগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজার সমবায় মার্কেটে স্হাপিত এ ভূমিসেবা সহায়তা কেন্দ্র শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ সোনালী ব্যাংক ব্যবস্হাপক নিখিলেশ তালুকদার, ইউনিয়ন ভূমি উপ-সহকারি নিত্যানন্দ পাল, ভূমি উপ-সহকারি বেলাল আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক ও দলিল লিখক মোঃ আবু সঈদ, ছাদিকুর রহমান আতিক,দলিল লিখক ছালাতুল ইসলাম, নজরুল ইসলাম, আনর আলী,নেছার উদ্দিন,আলতাব আলী, মোঃ ছাদিকুর রহমান ছালিক,সেবা কেন্দ্রের পরিচালক এ এইচ মিলটন ও খালেদ আহমদ সহ প্রমূখ।

উল্লেখ্য এই সেবাকেন্দ্রে নির্দিষ্ট সার্ভিস ফি এর বিনিময়ে ভূমি উন্নয়ন কর,মিউটেশন,খতিয়ান ও জমির নকশা ইত্যাদি প্রাপ্তির আবেদন করা হবে।

অপরদিকে, বিকাল ৪ টায় উপজেলার পাগলা বাজারে আরেকটি ভূমি সেবা সহায়তা কেন্দ্র শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। এসময় উপজেলা জামায়াত নেতা কাজী নুরুল হক সহ আরো অনেক উপস্থিত ছিলেন।

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031