সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজার সমবায় মার্কেটে স্হাপিত এ ভূমিসেবা সহায়তা কেন্দ্র শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ সোনালী ব্যাংক ব্যবস্হাপক নিখিলেশ তালুকদার, ইউনিয়ন ভূমি উপ-সহকারি নিত্যানন্দ পাল, ভূমি উপ-সহকারি বেলাল আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক ও দলিল লিখক মোঃ আবু সঈদ, ছাদিকুর রহমান আতিক,দলিল লিখক ছালাতুল ইসলাম, নজরুল ইসলাম, আনর আলী,নেছার উদ্দিন,আলতাব আলী, মোঃ ছাদিকুর রহমান ছালিক,সেবা কেন্দ্রের পরিচালক এ এইচ মিলটন ও খালেদ আহমদ সহ প্রমূখ।
উল্লেখ্য এই সেবাকেন্দ্রে নির্দিষ্ট সার্ভিস ফি এর বিনিময়ে ভূমি উন্নয়ন কর,মিউটেশন,খতিয়ান ও জমির নকশা ইত্যাদি প্রাপ্তির আবেদন করা হবে।
অপরদিকে, বিকাল ৪ টায় উপজেলার পাগলা বাজারে আরেকটি ভূমি সেবা সহায়তা কেন্দ্র শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। এসময় উপজেলা জামায়াত নেতা কাজী নুরুল হক সহ আরো অনেক উপস্থিত ছিলেন।