সিলেটে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

সচিত্র সিলেট
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫
সিলেটে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক:

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ আইন-শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, হিন্দু ধর্মীয় সংগঠন ও পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি।

সভায় পূজা কমিটির পক্ষ থেকে প্রস্তুতির অগ্রগতি, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় প্রস্তাবনা তুলে ধরা হয়। নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেন যাতে দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, ‘ধর্মীয় সম্প্রীতির দিক থেকে সিলেট বরাবরই অনন্য। এই ঐতিহ্য বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, চেকপোস্ট বসানো, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং গুজব প্রতিরোধে সোচ্চার থাকার ওপর গুরুত্বারোপ করেন।’

তিনি আরও জানান, ‘পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত মনিটরিং সেল গঠন করা হয়েছে, যাতে প্রশাসন, পুলিশ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা যুক্ত থাকবেন। সব পূজামণ্ডপে গোয়েন্দা নজরদারি থাকবে এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের মোবাইল টিম টহল দেবে। সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি বিশেষ তৎপরতা গ্রহণ করেছে। এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পূজা উপলক্ষে একটি ২৪ ঘণ্টা কার্যকর কন্ট্রোল রুম খোলা হবে ।’

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031