জাফলংয়ে অবৈধ স্টোন ক্রাশার মিলের বিরুদ্ধে অভিযান

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ১৮, ২০২৫
জাফলংয়ে অবৈধ স্টোন ক্রাশার মিলের বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের গোয়াইনঘাট এলাকার জাফলং পাথর কোয়ারি এলাকায় স্থাপিত অবৈধ পাথর ভাঙার কলের (স্টোন ক্রাশিং মিল) বিরুদ্ধে অভিযানে নেমেছে টাস্কফোর্স।

বুধবার সকাল ১১টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ বিভাগ, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান শুরু করে। দুপুর পর্যন্ত জাফলংয়ের অন্তত ১০টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে।

এরআগে মঙ্গলবার সিলেট সদর উপজেলার ধোপাগুলে ৩৩ টি ক্রাশার মেশিনের বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন ও জব্দ করা হয়। আর সোমবার একই এলাকায় ৩০ টি ও জৈন্তাপুর এলাকায় ৫ টি অবৈধ স্টোন ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করে টাস্কফোর্স।

এর আগে শনিবার (১৪ জুন) জাফলং এলাকা পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

তারা পাথর উত্তোলন ও পরিবেশ বিনষ্টকারী কার্যক্রম বন্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘পাথর উত্তোলন না হলে এসব ক্রাশারে পাথর আসছে কোথা থেকে? আমদানি করা পাথর হলে তা নির্দিষ্ট এলাকায় থাকার কথা। তাই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সরিয়ে দিতে বলেছি।’

এই ঘোষণার পর ক্ষুব্ধ শ্রমিকরা উপদেষ্টাদের গাড়ি আটকে বিক্ষোভ করে। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে চালু ক্রাশার মিলগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ বিধ্বংসী কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031