বিক্ষোভের সময় লুট হওয়া অস্ত্র সমর্পণের আহ্বান নেপালের সেনাবাহিনীর

সচিত্র সিলেট
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫
বিক্ষোভের সময় লুট হওয়া অস্ত্র সমর্পণের আহ্বান নেপালের সেনাবাহিনীর

অনলাইন ডেস্ক:

নেপালে জেন-জি বিক্ষোভের সময় লুট হওয়া বা হারিয়ে যাওয়া অস্ত্র, গোলাবারুদ বা নিরাপত্তা সরঞ্জাম সমর্পণের জন্য আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার (১০ সেপ্টেম্বর) নেপালের হিমালয় টাইমস এ খবর জানিয়েছে।

জনসংযোগ ও তথ্য অধিদপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী অনুরোধ করেছে, যাদের কাছে এই ধরনের অস্ত্র আছে, তারা যেন তাৎক্ষণিকভাবে নিকটতম নিরাপত্তা সংস্থা বা নিরাপত্তাকর্মীদের কাছে হস্তান্তর করে।

হিমালয় টাইমস জানায়, আবেদনে জনসাধারণকে এই অস্ত্রের অপব্যবহার সম্পর্কিত তথ্য দেওয়ার এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে বিলম্ব না করে এগুলো সমর্পণ করতে উৎসাহিত করা হয়েছে। সেনাবাহিনী সংবেদনশীল এই সময়ে নিরাপত্তা বাহিনীর ইউনিফর্ম বা পোশাকের অননুমোদিত ব্যবহারের বিরুদ্ধেও সতর্ক করেছে।

সেনাবাহিনী সতর্ক করে দিয়েছে, অননুমোদিত অস্ত্র রাখার অভিযোগে বা আদেশ অমান্য করলে যে কারও বিরুদ্ধে প্রচলিত আইন অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চলতি সপ্তাহের সপ্তাহের শুরুতে কাঠমান্ডু এবং অন্যান্য শহরে সহিংস বিক্ষোভের পর নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্কতায় থাকার কথা জানানোর পর এই ঘোষণাটি এসেছে। বিক্ষোভে সরকারি অফিস, রাজনৈতিক নেতাদের বাসভবন এবং সরকারি ভবনগুলোতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031