ওসমানী বিমানবন্দরে চালু হল ফ্রি টেলিফোন ও ওয়াইফাই সেবা

সচিত্র সিলেট
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৫
ওসমানী বিমানবন্দরে চালু হল ফ্রি টেলিফোন ও ওয়াইফাই সেবা

নিজস্ব প্রতিবেদক:

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা চালু হয়েছে।

বিমানবন্দরে বিটিসিএল’র ফ্রি ওয়াইফাই এবং ফ্রি টেলিফোন সেবার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে তিনি এই সেবার উদ্বোধন করেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বিদেশ থেকে আসা এবং বিদেশগামী যাত্রীদের যোগাযোগের সুবিধার্থে বিমানবন্দরে এ সেবা চালু করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই পুরো বিমানবন্দরকে ফ্রি ওয়াইফাই এর আওতায় আনা হবে। উদ্বোধনকালে সিলেট জেলা প্রশাসক সার‌ওয়ার আলম উপস্থিত ছিলেন।

সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমও এ সেবা চালুর তথ্য জানান।

ডিসি বলেন, ‘অনেক সময় বিদেশ থেকে আসার সময় যাত্রীদের দেশি নাম্বার থাকে না, ফলে তাঁরা যোগাযোগ করতে পারেন না। এখন থেকে বিমানবন্দরের ভেতরে যে কেউ কোনো সিম ছাড়াই ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন।’

জেলা প্রশাসনের অনুরোধে বিটিসিএলের সহযোগিতায় এই সেবা চালু করা হয়েছে। একই সঙ্গে যাত্রীরা ফ্রি টেলিফোন সুবিধাও পাবেন।

তিনি আরও জানান, আগামী তিনদিনের মধ্যে পুরো বিমানবন্দরেই ইন্টারনেট সেবা চালু হবে।

তিনি এ সেবা চালুর ক্ষেত্রে সার্বিক সহযোগীতা করায় বিটিসিএলসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930