শাহজালাল (রহ.) দরগাহ থেকে বের হয় জশনে জুলুস

সচিত্র সিলেট
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৫
শাহজালাল (রহ.) দরগাহ থেকে বের হয় জশনে জুলুস

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত শাহজালাল (রহ.) দরগাহ থেকে জশনে জুলুস বের করা হয়েছে। শনিবার সকাল ১০টায় দরগাহ থেকে জশনে জুলুসটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরতলীর মইয়ারচরস্থ মাদরাসা-এ-তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

প্রতিবছরের ন্যায় এবারও গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে এ জশনে জুলুস অনুষ্ঠিত হয়।

পরে মাদরাসা-এ-তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়িা সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গাউসিয়া কমিটি সিলেট জেলা সভাপতি মিসবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জালালুদ্দিন আল ক্বাদেরীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইলিয়াছ আলী মেম্বার, খাদিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান কছির উদ্দিন, ফজিলাতুন্নেছা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী, গাউসিয়া কমিটি সিলেট জেলার সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ গিয়াস উদ্দিন, মহানগর সভাপতি এস.এ.এম শহিদুল ইসলাম সেলিম, ইসলামী ছাত্রসেনার সাবেক সভাপতি মুহাম্মদ নুরুল হক চিশতী প্রমুখ।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930