৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

সচিত্র সিলেট
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৫
৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪ হাজার ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জকিগঞ্জ থানার একটি টহলদল কুশিয়ারা নদীর ডাইক হয়ে বাবুর বাজারগামী সড়কে নিয়মিত ডিউটিতে থাকাকালে এ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. রায়হান উদ্দিন রেহান (৪৫)। তিনি জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লালাগ্রাম সহিদাবাদের মৃত মখদ্দছ আলীর ছেলে। তার দেহ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-০৩, তারিখ-০৬/০৯/২০২৫ ইং) রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930