জমিয়ত নেতা মুশতাককে গুমের পর হত্যা, অভিযোগ স্বজনদের

সচিত্র সিলেট
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৫
জমিয়ত নেতা মুশতাককে গুমের পর হত্যা, অভিযোগ স্বজনদের

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক:

নদীতে মরদেহ পাওয়া যাওয়া জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী (৫২) কে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা।

জমিয়তের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক সভাপতি গাজিনগরীর মরদেহ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় শান্তিগঞ্জ ও দিরাই উপজেলার মধ্যবর্তী শরিফপুর এলাকায় পুরাতন সুরমা নদী থেকে উদ্ধার করা হয়। এরআগে তন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।

তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে

এ ব্যাপারে নিহতের চাচাতো ভাই জুনেদ আহমদ বলেন, আমার মামাতো ভাইকে প্রথমে গুম করে হত্যা করা হয়েছে। যারা এই গুম, খুন, হত্যাকান্ডের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত থেকে তিনি নিখোঁজ মুশতাক আহমদের সন্ধান চেয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী রুবি বেগম।

এদিকে মুশতাক আহমদকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করে হত্যাকারীদের ফাঁসির দাবিতে শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন জমিয়ত নেতাকর্মীরা।

এতে বক্তব্য দেন, কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খাঁন, সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী ও জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যবুর রহমান। আগামী ২৪ ঘন্টার মধ্যে মুশতাক আহমদের হত্যায় জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন তারা।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।’

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930