দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

সচিত্র সিলেট
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৫
দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে ‘কেয়ার ডায়াগনস্টিক এবং হেলথলাইন ডায়াগনস্টিক সেন্টারকে’ মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল পৌর শহরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি’র নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

তিনি বলেন, শ্রীমঙ্গল উপজেলায় মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক এন্ড ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর ১৩(২) ধারা মোতাবেক কেয়ার ডায়াগনস্টিক এ ১০,০০০ টাকা এবং হেলথলাইন ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ১টি মামলায় ১০ হাজার টাকা ও মেডিক্যাল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক এন্ড ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর ১৩(২)ধারায় ৫০০০ টাকাসহ মোট ১৫০০০ টাকা জরিমানা আদায় করা হয়। সর্বমোট ২টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930