সিসিকের কর আদায় ও এসেসমেন্ট শাখার ‘দুর্নীতিগ্রস্থ’ কর্মকর্তাদের অপসারণ দাবি মানববন্ধন

সচিত্র সিলেট
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৫
সিসিকের কর আদায় ও এসেসমেন্ট শাখার ‘দুর্নীতিগ্রস্থ’ কর্মকর্তাদের অপসারণ দাবি মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

সিলেট সিটি কর্পোরেশনের কর আদায় ও এসেসমেন্ট শাখার ‘দুর্নীতিগ্রস্ত’ কর্মকর্তাদের অপসারণ ও ৪২ ওয়ার্ডে সহনীয় পর্যায়ে গৃহকর নির্ধারণের দাবিতে সচেতন সিলেট নগরবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন ওয়ার্ডের নাগরিকবৃন্দ অংশ নেন।

এতে বক্তব্য রাখেন- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, মো. ইমতিয়াজ, শাহেদ আহমদ, নাসির উদ্দিন, আব্দুল কাইয়ুম, আমির উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশন নগরবাসীর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি নাগরিকদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। নগরবাসীর সেবায় বিভিন্ন ক্ষেত্রে সিলেট সিটি করপোরেশনের সুনাম থাকলেও কিছু অসাধু ও দূর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে সেই সুনাম আজ ভূলন্টিত হতে চলেছে। তেমন দুজন কর্মকর্তা হচ্ছেন এসেসমেন্ট শাখার প্রধান এসেসর মোঃ আব্দুল বাছিত ও কর আদায় শাখার সহকারী কর কর্মকর্তা মোঃ মাহবুব আলম। ইতোমধ্যে তারা গ্রাহকদের কাছ থেকে এসেসমেন্টের নামে বিভিন্ন কৌশলে হাতিয়ে নিয়েছেন বড় অংকের টাকা। তারা বাড়ি গাড়ি সহ বিপুল অর্থ সম্পদের মালিক। সম্প্রতি সিসিকর কর আদায় ও এসেসমেন্ট শাখা কর্তৃক অস্বাভাবিক কর নির্ধারণ করে গ্রাহকদের হয়রানী ও টাকা পয়সা আত্মসাতের অভিযোগ সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়র পর ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

বক্তারা বলেন, অবিলম্বে তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশ এবং উক্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবি জানান।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930