নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে অবস্থিত শ্রী চৈতন্য মহাপ্রভূর মন্দির পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জুলাই যোদ্ধা এডভোকেট এমরান আহমদ চৌধুরী। শনিবার বিকেলে এই মন্দির পরিদর্শন করেন তিনি। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাতে মতবিনিময় সভায় মিলিত হন।
শ্রী চৈতন্য মঞ্চে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল কান্ত পাল,। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল,, মন্দিরের সেবায়েত, ড. প্রকৃতি মিশ্র, কাজল কান্তি দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি দাস, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক এসএ রিপন, উপজেলা যুবদলের বাবেক যুগ্ন বহবায়ক জাহেদ আহমদ, যুবদল নেতা কামরুল ইসলাম, কাজী শাব্বির আহমদ ও এমএ রহিম মেম্বার।
এসময় এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আমরা বিপর্যয়ের মধ্যদিয়ে গত ১৭ বছর পার করেছি। কোনো মানুষের স্বাধীনতা ছিলনা। কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। তাদের মতবিরোধীদের গুম-খুন করা হয়েছে। মানুষের উপর জুলুম- নির্যাতন করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশের সম্প্রীতি নষ্ট করেছে। কিন্ত আমরা সেটার বিশ্বাসী নয়। বিগত বিনাভোটের এমপিরা এলাকায় কোনো উন্নয়ন মূলক কাজ করেনি। কাজের নামে শুধু তামাশা করেছে। নিজের নামে বড় বড় সাইনবোর্ড লাগিয়েছে। আমরা চাই হিন্দু, মুসলিম ,ধর্ম বর্ণ সব ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে। দেশের সম্প্রীতি রক্ষা করতে। এদেশের মানুষকে মুক্তি দিতে জুলাই আগস্টে গনঅভ্যুত্থানে হয়েছে। কুচক্রীরা বলতো জুলাই পরবর্তী এদেশের সংখ্যালঘুরা বিপদে পড়বে। আমরা মন্দিরে মন্দিরে গিয়ে বলেছি আপনারা দরজা খুলে ঘুমান। কোনো সমস্যা নেই। আমরা আমাদের কথা রেখেছি। কোনো মন্দির কিংবা কোনো সংখ্যালঘুদের উপর হামলা হয়নি। তারা শান্তিতেই আছে- থাকবে।
তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মহাপ্রভূর মন্দির এলাকা সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। কিন্ত বিগত সরকারের সদিচ্ছার অভাবে সেটা করেনি। আমরা ঢাকাদক্ষিণ মন্দির এলাকাকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবো। রবিবারুণী পুকুরকে বিনোদন স্পট হিসেবে গড়ে তুলবো। চারিদিকে যেন আলোয় ঝলমল করে সে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহবান জানান। এসময় তার বক্তব্যকে করতালি দিয়ে সমর্তন করেন হিন্দু ধর্মাবলম্বী লোকজন।
এদিকে শনিবার দুপুরে সিলেট-৬ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জুলাই যোদ্ধা এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সিলেট-সুতারকান্দি সড়কের ৬ লেন রাস্তা হওয়ার পরিকল্পনা ছিল। কিন্ত সিলেট বিদ্ধেষী একটি কুচক্রী মহল এই প্রকল্প বাতিল করার জন্য উঠেপড়ে লেগেছিল। কিন্তু আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এই সড়ক স্থাপনের জন্য আমি নবনিযুক্ত সিলেটের জেলা প্রশাসকের সাথে আলাপ করেছি। এই ৬লেন সড়ক নির্মাণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
এমরান চৌধুরী শিক্ষার্থীদের উদ্য়েশ্যে এমরান চৌধুরী বলেন, খেলাধূলা হচ্ছে মেধা মননের নিকাশ ঘটায়। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে।
এডভোকেট এমরান চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশ থেকে হেকারত্ব দুরীকরণ করা হবে। শিক্ষার পাশাপাশি তাদেরকে পরিপূর্ণ কাজে লাগাতে প্রশিক্ষণ ব্যবস্থা করা হবে। বিশেষ করে মেয়েদের সেলাইসহ বিভিন্ন ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যাতে নারীরা আগামীতে আরো এগিয়ে যায়।
তিনি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি ও দাকিল কৃতি শিক্ষার্থীদের সংনর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার চসরখাই বাজারে অবস্থিত চারখাই উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারখসই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক আহমদ। সাধারণ সম্পাদক রিয়াদ আহমদের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোওয়ার হোসেন দিনার। বক্তব্য রাখেন জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম ,সহমানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, চারখাই ইুনিয়ন বিএনপির সভাপতি মখতই আলী মক্তই, যুগ্ন সম্পাদক আব্দুল বহাদ রুহেল, ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, বিয়ানীবাজার উপজেলস যুবদলের যুগ্ন আহবায়ক নুরুল আমীন, আব্দুল হেকিম, জেলা যুবদলের সহ সাংস্কৃতিক নিষয়ক সম্পাদক জাবের আহমদ, সিলেট সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ন সম্পাদক সুফিয়ান আহমদ পোর ছাত্রদলের সভাপতি বিনুল আবূীন, ুপজেলা যুবূলের সিনিয়র ঢ়ুগ।ন আহবাশক সুবাস আহমদ, জেলা শ্রৃিকদল নেতা সাহেল আহমদ ও গোলাপগঞ্জ পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ।