সিলেট-সুতারকান্দি ৬ লেন সড়ক না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো: এমরান চৌধুরী

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫
সিলেট-সুতারকান্দি ৬ লেন সড়ক না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো: এমরান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:

সিলেট-৬ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘সিলেট-সুতারকান্দি সড়কের ৬ লেন রাস্তা হওয়ার পরিকল্পনা ছিল। কিন্ত সিলেট বিদ্বেষী একটি কুচক্রী মহল এই প্রকল্প বাতিল করার জন্য ওঠেপড়ে লেগেছিল। কিন্তু আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এই সড়ক স্থাপনের জন্য আমি নবনিযুক্ত সিলেটের জেলা প্রশাসকের সাথে আলাপ করেছি। এই ৬ লেন সড়ক নির্মাণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমরান চৌধুরী বলেন, ‘খেলাধুলা হচ্ছে মেধা মননের বিকাশ ঘটায়। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে দেশ থেকে বেকারত্ব দুরীকরণ করা হবে। শিক্ষার পাশাপাশি তাদেরকে পরিপূর্ণ কাজে লাগাতে প্রশিক্ষণ ব্যবস্থা করা হবে। বিশেষ করে মেয়েদের সেলাইসহ বিভিন্ন ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যাতে নারীরা আগামীতে আরো এগিয়ে যায়।

শনিবার (৩০ জুলাই) বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি ও দাকিল কৃতি শিক্ষার্থীদের সংনর্ধনা অনুষ্ঠানে চারখাই উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

চারখাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আচিক আহমদ অনুষ্ঠানে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ আহমদের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন দিনার।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহমানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, চারখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মখতজির আলী মক্তই, যুগ্ম সম্পাদক আব্দুল বহাদ রুহেল, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমীন, আব্দুল হেকিম, জেলা যুবদলের সহ সাংস্কৃতিক নিষয়ক সম্পাদক জাবের আহমদ, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুফিয়ান আহমদ, জয়নাল আবেদীন রানু, পোর ছাত্রদলের সভাপতি বিনুল আবীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুবাস আহমদ, জেলা শ্রমিকদল নেতা সালেহ আহমদ ও গোলাপগঞ্জ পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930