ডা. জুবাইদার জন্মবার্ষিকীতে গোলাপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ১৮, ২০২৫
ডা. জুবাইদার জন্মবার্ষিকীতে গোলাপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

 

নিজস্ব প্রতিবেদক

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ডা. জুবাইদা রহমান শুধু একজন চিকিৎসক নন, তিনি একজন মানবিক, শিক্ষিত ও প্রজ্ঞাবান নেতৃত্বের প্রতীক। তাঁর কর্মময় জীবন দেশের তরুণ প্রজন্মের অনুকরণীয়। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি ডা. জুবাইদা রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন। আমরা আশা করি, এই উদ্যোগ পরিবেশ রক্ষা ও প্রজন্মকে সচেতন করতে সহায়ক হবে। তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংকটে যখন দেশে গণতন্ত্র হুমকির মুখে, তখন ডা. জুবাইদা রহমানের মতো শিক্ষিত, সুদক্ষ ও জনবান্ধব নেতৃত্বই এই জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে পারে। তাঁর মতো একজন ব্যক্তিত্ব জাতীয় নেতৃত্বে আসা মানে দেশের ভবিষ্যৎ আরও আলোকিত হওয়া।
তিনি বুধবার (১৮ জুন) বিকেলে ২দিন ব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী সিলেটের রতœগর্ভা সন্তান ডাঃ জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে গোলাপগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিম গাছ তথা জিয়া ট্রি রোপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কাউন্সিলর, জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপি সহ সভাপতি নজরুল ইসলাম, ব্রিস্টল সিটির সাবেক মেয়র ফারুক আহমদ চৌধুরী,সহ ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপি নেতা কামাল আহমদ, জেলা যুবদল নেতা লায়েছ আহমদ , নাসির উদ্দিন আবেদ ,, অলিউর রহমান, মুরাদ আহমদ, মিজান আহমদ , সাহেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031