সুনামগঞ্জের লক্ষণশ্রী ইউ/পি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আর নেই- জানাযা সম্পন্ন

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫
সুনামগঞ্জের লক্ষণশ্রী ইউ/পি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আর নেই- জানাযা সম্পন্ন

oppo_2

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ:

সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মরহুম আব্দুল ওয়াদুদ’র জানাযা সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ২টায় মরহুমের জানীগাঁওয়ের বাড়ির সামনের মাঠে জানাযা শেষে গ্রামের গোরস্তানে দাফন করা হয় তাঁকে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজনন গুণগ্রাহী রেখে গেছেন। তিনবারের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ দীর্ঘদিন ধরে দুরারোগে ভোগছিলেন। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

জানাযায় জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলন, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. শামসুদ্দিন আহমদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. শেরেনুর আলী, নাদীর আহমেদ আনসার উদ্দিন, আবুল কালাম আজাদ, আনিসুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোমতাজুল হাসান আবেদ, মরহুমের আপন ভাই আব্দুল ওয়াহাব সহ জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মুসুল্লি এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাযার আগে স্মরণ সভায় বক্তারা বলেন, আব্দুল ওয়াদুদ চেয়ারম্যান সাহেব ছিলেন একজন সজ্জন ব্যক্তি এবং লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। জনপ্রতিনিধি এবং জনগণের কাছে তিনি খুবই প্রিয় ছিলেন। জাতীয়তাবাদী কৃষক দলের সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব ছিলেন।

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবার্তায় তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় তিনি বলেন, মহান আল্লাহর কাছে দোয়া করি, মরহুম আব্দুল ওয়াদুদ সাহেবকে যেন বেহেশত নসিব করেন।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930