নিজস্ব প্রতিবেদক:
সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। এসময় সিলেটের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সারোয়ার আলম।
শুরুতে ছিল পরিচয় পর্ব। এরপর শুরু হয় মতবিনিময়। এসময় সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক ও আনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন। সিলেটের সার্বিক উন্নয়ন, নগরীর যানজট পরিস্থিতি, হকারদের উচ্ছেদ ও পুনর্বাসন, ঢাকা- সিলেট ৬ লেন প্রকল্পের অগ্রগতি, সাম্প্রতিক বহুল আলোচিত কোম্পানীগঞ্জের সাদাপাথর ও গোয়াইনঘাটের জাফলং থেকে পাথর লুট, উদ্ধার ও প্রতিস্থাপন, পাথরকাণ্ডে দুদকের রিপোর্টে রাজনৈতিক নেতৃবৃন্দের নাম থাকা, সিলেটের পর্যটন শিল্পের প্রসারে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ- ইত্যাদি বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।
সিলেটের জেলা প্রশাসক সবার বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং সবার সার্বিক সহযোগীতায় যাবতীয় সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের আশ্বাস দেন।
এসময় উপস্থিত সিলেট জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্না সরকার ও সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম-সেবা।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জামায়াতে ইসলামী বাংলাদেশের সিলেট জেলা শাখার আমীর মাওলানা হাবিবুর রহমান ও সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সিলেট মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ড. নুরুল ইসলাম বাবুল, এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়ক নাজিম উদ্দিন সাহান, এবি পার্টির সিলেট মহানগর সমন্বয়ক রেজাউল করিম শোয়েবসহ সিলেটের অন্যান্য সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।