নিজস্ব প্রতিবেদক:
সিলেট-৬ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশে কোনো উন্নয়ন করেনি। শুধু লুটপাট করে নিজের পকেট ভারি করেছে। বিনাভোটের এমপিরা এলাকায় কোনো উন্নয়ন না করে নিজের ভোগবিলাসে ব্যস্ত ছিল। তারা বন্যা, করোনায় মানুষের পাশে দাঁড়ায়নি। সেই সময় অনেক ঝুঁকি নিয়ে বিএনপি মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছে। আগামী নির্বাচন বিনাভোটের হবে না। রাতের অন্ধকারে হবে না। জনগনের প্রকৃত ভোটে এমপি নির্বাচিত হবেন। সিলেট-৬ আসন নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে উপহার দিবো।”
এমরান চৌধুরী বলেন, “গোলাপগঞ্জের রিভারভেল্টের সাথে মীরগঞ্জ কুশিয়ারা নদীর উপর ব্রীজ নির্মাণের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবো। উপজেলা সদরের সাথে সুরমা নদীর উপর ব্রীজ নির্মাণ অত্যান্ত জরুরী। সেই বিষয়টি আমি সর্বোচ্চ গুরুত্বসহকারে চেষ্টা করে যাবো। আগামী নির্বাচন অবাধ সুষ্ট হবে বলে আশা করছি। নির্বাচনে দালাল ও ঠিকাদারকে চিহ্নিত করবেন। যারা ২৭ বছর ফ্যাসিস্টদের দোসর হয়ে কাজ করেছে তাদেরকে বয়কট করবেন।”
তিনি বলেন ‘গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ উপজেলা। কিন্তু উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার কারণে দুইটি উপজেলা এখন অবহেলিত হিসেবে চিহ্নিত হয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এই দুইটি উপজেলাকে ইউনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো।’
তিনি বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের ৬, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রানাপিংয়ের কারখানা বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মলিক।
বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আয়নুল ইসলাম রেকল, বাছিদুর রহমান বাছিত, আতাউর রহমান, টিপু আহমদ, কামাল আহমদ, আফাজ মিয়স, ফখর উদন, নুর আলম, জামাল আহমদ প্রমুখ।