নিজস্ব প্রতিবেদক:
সিলেটের পৃথক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করা বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের দুই নেতার জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
তারা হলেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, উপজেলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও বিশ্বনাথ পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফজর আলী।
সোমবার (১৮ আগস্ট) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে সিরাজুল ইসলাম সিরাজ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে ফজর আলী হাজির হয়ে জামিনের আবেদন করেন।
সিরাজুল ইসলাম সিরাজ বিশ্বনাথ সিআর ৭৬/২০২৪ নম্বর এবং ফজর আলী বিশ্বনাথ জিআর ৮২/২০২৫ নং মামলার আসামী।
শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক ধ্রুব জ্যোতি পাল এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক কাজী মো. আবু জাফর বাদল ওই দু’জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন অভিযুক্ত পক্ষের আইনজীবি অ্যাডভোকেট নাইমা শাহ।